সেরা শিক্ষার্থীদের অভিব্যক্তি

student

অয়ন চক্রবর্তী

Student


জীবনে অনেক সময় এমন মুহূর্তও আসে, যখন তা বিশ্বাস করতেই বিস্ময় জাগে! এমনই এক মুহূর্তের সাক্ষী হয়েছিলাম গত ৭ জুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ফলাফল প্রকাশের দিন৷ পরম করুণাময়ের অপার কৃপা, মা-বাবার আশীর্বাদ আর শিক্ষকদের দিকনির্দেশনাকে পুঁজি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষায় নিজেকে প্রথম স্থানে দেখতে পাওয়ার সৌভাগ্য অর্জন করি৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পড়ার স্বপ্ন সেই ছোটবেলা থেকে; কিন্তু এমন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় প্রথম স্থান অর্জনের স্বপ্ন দেখার দু:সাহস কখনো হয়নি। কিন্তু আমার শিক্ষকরা আমার হয়ে সেই স্বপ্ন দেখেছেন, আমাকে অনুপ্রাণিত করেছেন, আমাকে সঠিক পথ দেখিয়েছেন। ভর্তিপ্রস্তুতির যাত্রাপথে ফোকাস-বরিশাল শাখার তৎকালীন পরিচালক আমিনুল স্যারের অবদান বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। ফোকাসে ভর্তির দিন থেকে ফলাফল প্রকাশের দিন অবধি তিনি আত্মার আত্মীয়ের মতো আমার পাশে থেকেছেন। আল-আমিন স্যার, সবুর স্যার, জহির স্যারের ক্লাসগুলোর কথা এখনো আমার স্মৃতিপটে ভাসে। আমি যদি এই ফলাফল অর্জন করতে নাও পারতাম, তবুও ফোকাস-বরিশাল শাখার প্রতি আমার কৃতজ্ঞতার বিন্দুমাত্র কমতি থাকত না। কারণ, এই যাত্রাপথে যা শিখেছি, যাঁদের সান্নিধ্য পেয়েছি - তাও আমার জীবনের পরম পাওয়া।