সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যার অসীম কৃপা ব্যতীত কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। জীবনের প্রতিটি স্বপ্ন পূরণে কিছু ব্যক্তি, কিছু প্রতিষ্ঠানের নিকট চিরঋণী হয়ে থাকতে হয়। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং তেমনি হাজারও শিক্ষার্থীর স্বপ্নকে বাস্তবায়নে অতুলনীয় সহযোগী, পথ চলার অনুপ্রেরণা। ভর্তি-যুদ্ধের সময় এরকম নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর নিবিড় পরিচর্যা ও তত্ত্বাবধায়ন প্রতিটি শিক্ষার্থীর পরম পাওয়া। তাই, ফোকাসের একজন শিক্ষার্থী হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে না করার গত্যন্তর নেই। আলিম(এইচএসসি) পরীক্ষা শুরু হওয়ার আগেই ফোকাস উত্তরা শাখায় ভর্তি হয়ে ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে ফোকাসের সাথে আমার পথচলা শুরু। তারপর থেকেই জড়িয়ে আছি ফোকাসের অটুট বন্ধনে। পরিচালক ভাইয়া থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের অনুপ্রেরণা, আশার বাণী হৃদয়পটে হতাশার মেঘ সরিয়ে সোনালি আলো ছড়াতো, স্বপ্নকে আঁকড়ে ধরতে জোর পেতাম মনে। ফোকাসের সমৃদ্ধ লেকচারশীট গুলো আমার অ্যাকাডেমিক পড়াকে অনেক সহজ করেছে। আর ফোকাসের পরীক্ষা দেওয়ার বিষয়টি তখন সময় নষ্ট হওয়া মনে হলেও সেটিই আমাকে উপকার করেছে সবচেয়ে বেশি। এছাড়াও সঠিক দিকনির্দেশনা, রিটেনে ভালো করা ও নিজেকে উত্তরোত্তর সমৃদ্ধ করার জন্য প্রতিটি শিক্ষকের অবদান মাত্রই অসামান্য। এজন্য, ফোকাস পরিবারের একজন হিসেবে নিজেকে গর্বিত মনে করছি।