সেরা শিক্ষার্থীদের অভিব্যক্তি

student

দীল আফরোজ

Student


কাস, আমার প্রেরণার কেন্দ্রবিন্দু, শক্তির বাতিঘর। শতকোটি স্বপ্ন পায় বাস্তবে ছোঁয়া এখানে। উত্তাল সমুদ্রে দিকভ্রান্ত নাবিককে যেমন গন্তব্যে পৌঁছে দেয় বাতিঘর, তেমনি এডমিশনের সংকটময় সময়ে সঠিক দিকনির্দেশনা দিয়ে সফলতার চূড়ান্ত আসনটি ছিনিয়ে নিতে সাহায্য করে ফোকাস। অন্যান্য কোচিং সেন্টারের শিক্ষকরা যেখানে বিশ্ববিদ্যালয় গতানুগতিক সম্পর্কে নানা চটকদার গল্প শোনায়, সেখানে ফোকাসের শিক্ষকদের থেকে পেয়েছি গঠনমূলক এবং বাস্তবিক ধারণা। ফোকাসের শিক্ষকদের অনন্য সুযোগ্য ও সুদক্ষ- পাঠদান পদ্ধতি, দায়িত্ব পালনে নিষ্ঠা এবং নৈতিক মূল্যবোধ একজন শিক্ষার্থীকে ইহলৌকিক সফলতা অর্জনের পাশাপাশি পারলৌকিক সফলতা অর্জনে অনুপ্রাণিত করে। ফোকাসের কাছে আমার ব্যক্তিগত কৃতজ্ঞতার ক্ষেত্রে অন্যদের থেকে বেশ বিস্তৃত। বিশ্ববিদ্যালয় শব্দটির সাথে আমি প্রথম পরিচিত হই কিশোরকণ্ঠ ম্যাগাজিনের কোনো এক সংখ্যার শেষ পাতায় থাকার ফোকাসের বিজ্ঞাপনের মাধ্যমে। তখন থেকেই ফোকাস আমার স্বপ্নের পথের চলার সহযাত্রী। কোচিং শুরুর ১ মাস অতিক্রম হতে না হতেই এক দুর্ঘটনায় যখন আমি মারাত্মকভাবে ইনজুর হই, যার কারণে আমাকে প্রায় একমাস বেড রেস্টে থাকতে হয়, আমি বাড়িতে চলে আসি, তখন সম্পূর্ণ রূপে হতাশ হয়ে যাই এবং ধরেই নিয়েছিলাম আমাকে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে হবে তখন ফোকাস পরিবার আমাকে সাহস যুগিয়েছে। তাদের উৎসাহে দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে পরিশ্রম শুরু করি এবং বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজের মনোবল ফিরে পেতে শুরু করি এবং অবশেষে আল্লাহর অশেষ রহমতে সবগুলো বিশ্ববিদ্যালয়ে সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হই। হামদান কাছিরান লিল্লাহ। ফোকাসের আশাতীত দায়িত্বশীলতায় আমি মুগ্ধ। সর্বোপরি, স্বপ্নকে বাস্তবে রূপদানের কঠোর সংগ্রামে নিয়োজিত, নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ এই প্রাণের প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করি এবং মহান রবে কাছে দোয়া করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন এবং এর সাথে জড়িত প্রত্যেককে উত্তম প্রতিদান দান করেন। জাযাকুমুল্লাহু খয়রান (আমিন)