সেরা শিক্ষার্থীদের অভিব্যক্তি

student

হাবিবা নুসরত মীম

Student


বরাবরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা কাজ করতো। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রতি। তাই এসএসসিতে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করার পরও এইচএসসিতে এসে বিভাগ পরিবর্তন করে মানবিকে ভর্তি হই। অনেকে আমাকে নিয়ে কটাক্ষ করে। আমি তাদের কটাক্ষকে নিজের প্রবল ইচ্ছাশক্তিতে পরিণত করে একাদশ শ্রেণি থেকেই আমি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করি। কিন্তু তখন গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিলো না আমার পাশে। খোঁজ নিয়ে জানতে পারি মানবিক বিভাগের জন্য সেরা কোচিং হলো ফোকাস। দেয়ালে লাগানো এক পোস্টার থেকে নাম্বার নিয়ে ফোকাস খুলনা শাখার পরিচালকের সাথে যোগাযোগ করি। তার অফিসে গেলে তিনি ফোকাসের দক্ষ শিক্ষকদের সাথে আমার পরিচয় করিয়ে দেন। তারা আমাকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। ফোকাসের শীট সংগ্রহ করে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে থাকাকালীনই স্বল্প পরিসরে আমার ভর্তি প্রস্তুতি শুরু করি।এবং এইএচসি পরীক্ষার থেকে নিয়মিত ফোকাসের সব ক্লাস পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করি। ফোকাসের দক্ষ শিক্ষকগণ আমাদেরকে যোগ্য করে তুলতে সর্বদা সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। এছাড়া শীটগুলো ছিলো সুনির্দিষ্টভাবে সাজানো যা আমাকে একটা গোছানো প্রস্তুতি নিতে খুবই সহায়তা করে। এবং প্রতিটি পরীক্ষার প্রশ্ন অত্যন্ত মানসম্মত ছিলো। ফলে আমি নিজেকে যাচাই করারও সুযোগ পেতাম। এছাড়া কেন্দ্রীয় পরীক্ষাগুলোর মাধ্যমে নিজেকে যাচাই করার মতো সুযোগও পেয়েছিলাম। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন আমি নিজেকে মানসিকভাবে শক্ত রাখতে পেরেছি এবং আমার লক্ষ্য অর্জনে সফল হয়েছি।আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে পথপ্রদর্শক হয়ে আমাকে সঠিক পথে পরিচালনা করার জন্য ফোকাসের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো এবং একই সাথে আমার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রত্যাশী অনুজদের নির্দ্বিধায় ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং-এর উপর ভরসা রাখতে পরামর্শ দিবো। - হাবিবা নুসরত মীম আইন বিভাগ ,ঢাবি সরকারি এম. এম. সিটি কলেজ, খুলনা।